নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস কিকবক্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় স্তরের মহিলাদের কিক বক্সিং প্রতিযোগিতা ‘খেলো ইন্ডিয়া কিকবক্সিং উইমেন্স লিগ ২০২৩-২৪’এর সিলেকশন ক্যাম্প। শহরের বিধাননগরে অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুল অমৃতা বিদ্যালয়মে বসবে এই খেলার শিবির। চলতি মাসের ৯ ও ১০ দুদিন ধরে চলবে এই ক্যাম্প। যেখানের জাতীয় স্তরের মহিলা কিক বক্সিং প্রতিযোগিতার জন্য় চলবে বাছাই পর্ব।
শিবের শুভ উদ্বোধন হবে আগামী ৯ ডিসেম্বর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকেবন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুরের মহাকুমা শাসক সৌরভ চ্যাটার্জী, দুর্গাপুরের পুর প্রশাসক অনিন্দিতা মুখার্জি, সিআরপিএফ-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ দেবব্রত ভট্টাচার্য, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার (পি.বি) পিয়ালী মন্ডল, কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির প্রফেসর অ্যান্ড স্পোর্টস ইনচার্জ ডক্টর প্রদীপ কুমার দাস, এসবিএসটিসি-র চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ বিশিষ্ট জনেরা ।