eaibanglai
Homeএই বাংলায়শুরু হল ১৪তম স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল চ্যালেঞ্জ ফুটবল...

শুরু হল ১৪তম স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল চ্যালেঞ্জ ফুটবল টুর্নামেন্ট

সংবাদদাতা,আসানসোলঃ- বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার আসানসোলের বারাবনী থানার অন্তর্গত পানুড়িয়া ফুটবল ময়দানে শুরু হল ১৪তম স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল চ্যালেঞ্জ ফুটবল টুর্নামেন্ট । টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। তার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ। এছাড়া এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি থানার ইনচার্জ মনোরঞ্জন মন্ডল,তৃণমূল নেতা বিশ্বজিৎ সিংহ,কেশব রাউত ও আশিষ মন্ডল সহ আরো অনেকেই। উদ্বোধনের শুরুতেই বিধায়ক তথা মেয়র স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপ্পু উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্য দান করেন। এরপর বেলুন উড়িয়ে খেলার সূচনা করা হয়।

টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিয়েছে। যার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ তারিখ যেখানে উপস্থিত থাকবেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী পটবর্ধন। খেলার ফাইনালিস্ট দুই দলের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

এদিনের টুর্নামেন্ট প্রসঙ্গে বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, “আমাদের অভিভাবক যাদের দেখে আমার এই রাজনৈতিক জীবনে আসা আমার প্রয়াত বাবা ও ভাই এর স্মৃতিতে প্রতি বছর বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের খেলোয়াড় এই খেলায় অংশ গ্রহন করে থাকেন। এই খেলা দেখতে বহু মানুষ দূরদূরান্ত থেকে আসেন। আজকের বৃষ্টির দিনেও বহু মানুষের উপস্থিতি দেখে এটাই মনে হচ্ছে যে মানুষের খেলার প্রতি যে টান ও ভালবাসা তা এখনও লক্ষ্য করা যায়।”

বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি তথা বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ বলেন, “এই খেলাটি ১৩ বছরে শেষে ১৪ বছরে পা দিল। বহু ঘাত প্রতিঘাত কাটিয়ে বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে খেলাটি চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রয়েছে বহু মানুষের ভালবাসা ও আমাদের কাছের মানুষ ও আমাদের বিধায়ক বিধান উপাধ্যায়ের প্রচেষ্টা ।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments