eaibanglai
Homeএই বাংলায়প্রশাসনিক হস্তক্ষেপে মিটল মাইথনের নৌকাচালকদের সমস্যা

প্রশাসনিক হস্তক্ষেপে মিটল মাইথনের নৌকাচালকদের সমস্যা

সংবাদদাতা,আসানসোলঃ– শীতের এই পর্যটন মরশুমের মধ্যেই নৌকা চালকের মধ্যে দ্বন্দ্ব ঘিরে সমস্যা তৈরি হয়েছিল আসানসোলের জনপ্রিয় পর্যটন কেন্দ্র মাইথনে। অবশেষে বুধবার প্রশাসনিক হস্তক্ষেপে এক বৈঠকের মাধ্যমে নৌকাচালকদের মধ্যে সমস্যার সমাধান হল। এদিন সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস ও সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডলের তত্বাবধানে নৌকাচালকদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আর এই বৈঠকেই মেলে সমাধন সূত্র। বৈঠকে ঠিক হয় মাইথন জলাধারের কাশিডাঙ্গা ঘাট আদিবাসী নৌকা চালকদের জন্য নির্দিষ্ট থাকবে। সেখান থেকে অন্য কোন নৌকা চালক ভ্রমণার্থীদের নৌকা বিহার করাতে পারবেন না। অন্যদিকে মাইথন জলাধারের আরও তিনটি ঘাট – থার্ড ডাইক, সুলেমান পার্ক এবং ফায়ারিং রেঞ্জ আগের মতই অন্যান্য নৌকা চালকদের জন্য নির্দিষ্ট থাকবে।

এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মণ্ডল এদিন জানান, আদিবাসী নৌকা চালকদের কাশিডাঙ্গা ঘাট নিয়ে বিশেষ আবেগ আছে, তারা সেজন্য এই ঘাট তাদের জন্য নির্দিষ্ট করার আবেদন জানিয়েছিলেন। তা আজকের বৈঠকে তাদেরই দেওয়া হয়েছে এবং বাকি ঘাট গুলিতে অন্য নৌকা চালকরা নৌকা চালাবেন।

এদিনের বৌঠকে বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি, রূপনারায়নপুর ওসি মইনুল হক, কল্যানেশ্বরী ওসি উজ্জ্বল সাহা সহ আরো অনেকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments