eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে শুরু হলো তিন দিন ব্যাপী নকআউট ক্রিকেট টুর্নামেন্ট

আসানসোলে শুরু হলো তিন দিন ব্যাপী নকআউট ক্রিকেট টুর্নামেন্ট

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– বুধবার থেকে আসানসোলের এসবি গরাই রোডের রামসায়ের ময়দানে শুরু হলো তিন দিন ব্যাপী ” গৌরচন্দ্র রায় ও নিত্যানন্দ রায় স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট “। আসানসোল গ্রাম ক্রিকেট কমিটির উদ্যোগে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্ট এইবছর দশম বর্ষে পা দিল। এবারের টুর্নামেন্ট অংশ নিয়েছে ৮টি দল।

টুর্নামেন্টের প্রথম দিন দুটি কোয়ার্টার ফাইনাল ও একটি সেমিফাইনাল খেলা হয়। প্রথম কোয়ার্টার ফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমে পায়েল মাল্টিপ্লাজা ৭৭ রানে ম্যাচ জিতে যায়। পায়েল মাল্টিপ্লাজার জগৎ সরকার ২৩ বলে ৮৫ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে সৌমেন একাদশ ৪৫ রানে ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে যায়। ১৭ বলে ৬৭ রান করে সৌমেন একাদশের ব্যাটার ভুটান ম্যাচের সেরা নির্বাচিত হন। পরে এদিন বিকেলে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে টসে হেরে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান করে পায়েল মাল্টিপ্লাজা। পরে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেটেই নির্ধারিত ১০ ওভারের মধ্যে ১৩১ রান করে টুর্নামেন্টের প্রথম দল হিসাবে ফাইনালে পৌঁছে যায় সৌমেন একাদশ। সৌমেন একাদশের আফজল ২১ বলে ৭২ রান করে সেমিফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ হন।

শুক্রবার এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে । তার আগে বৃহস্পতিবার আরো দুটি কোয়ার্টার ফাইনাল ও দ্বিতীয় সেমিফাইনাল খেলা হবে।

এদিন সকালে এক অনুষ্ঠানে ঘন্টা বাজিয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের ৪৫ নং ওয়ার্ডের কাউন্সিলার উদয় রায়,আসানসোল গ্রাম শ্রী শ্রী নীলকণ্ঠেশ্বর দেবোত্তর ট্রাস্টের সভাপতি তথা আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান শচীন রায় সহ অন্যান্যরা।

এই ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments