শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:- নির্বাচন কমিশনারের গাইড অনুযায়ী ভোটের ডিউটি করবে না অস্থায়ী কর্মীরা। আজ একাধিক দাবি দেওয়া ও অভিযোগ নিয়ে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর অফিসে স্মারকলিপি জমা দিলেন তারা। তাদের বক্তব্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীন ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরে (১০০ দিনের কাজ) এম.জি.এন.আর.ই.জি.এ এর সমস্তরকম কাজ এছাড়াও, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ভিত্তিক কাজ ও দুয়ারে সরকার সহ সমস্ত কাজগুলি রুপায়নের ক্ষেত্রে ও সমস্ত নির্বাচনগুলিতে বিভিন্ন ডিউটি সহ বিগত ১৪-১৫ বছর যাবৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাজ করে চলেছেন কিন্তু এরপরও কর্ম নিশ্চয়তা, বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে তারা চরমভাবে বঞ্চনার শিকার।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অস্থায়ী কর্মী বলেন, বিগত দিনে লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত নির্বাচন গুলিতে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিউটির কাজ করেছি। বিগত পঞ্চায়েত নির্বাচন ২০২৩ এ আমরা নমিনেশন জমা, নমিনেশনের রিপোর্ট রিটার্ন, পোলিং পারসোনাল, জি.ই.এম.এস এর ডাটা এন্ট্রি সহ একাধিক যাবতীয় কাজে অংশগ্রহণ করলেও নির্বাচন কমিশনের গাইডলাইন মতো নির্বাচন এর কর্মচারী হিসেবে তেমন কোন সাম্মানিক ও পারিশ্রমিক এখনো অবধি দেওয়া হয়নি, এবং সমস্ত কাজে অংশগ্রহণ করেও আজ অবধি সরকারি কর্মচারী হিসেবে আমাদের কোন স্বীকৃতি দেওয়া হয়নি।
তাদের দাবি আমরা সরকারী কর্মচারী হিসাবে কোন স্বীকৃতি না পেলে, আসন্ন নির্বাচনসহ পরবর্তীতে নির্বাচন ডিউটি থেকে অব্যহতি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। জানা গিয়েছে ছাতনা বিডিও অফিস এবং ১৩ টি গ্রাম পঞ্চায়েত অফিস মিলিয়ে মোট ৩২ জন এম.জি.এন.আর.ই.জি.এস এর
অস্থায়ী কর্মী রয়েছে।