eaibanglai
Homeএই বাংলায়পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিন গ্রেফতার

পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিন গ্রেফতার

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ- শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিনকে গ্রেফতার করলো সিআইডি। দীর্ঘদিন ‘নিখোঁজ’ থাকার পর সিআইডি তাঁকে গ্রেফতার করে।

আজ ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। গতকাল গভীর রাতে তার সন্ধান পেয়ে সিআইডি তাকে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে সিআইডি তাকে খোঁজ করছিল। চেয়ারম্যান থাকাকালীন নিজের পদের প্রভাব খাটিয়ে নিজের স্ত্রী জেসমিন খাতুনকে চাকরী পাইয়ে দিয়েছিলেন এমন অভিযোগ উঠেছিল। ২০১৫ সালের স্কুল সার্ভিস কমিশনের বাতিল প্যানেলের ভিত্তিতে ২০১৯ সালের নভেম্বর মাসে তাঁর স্ত্রী জেসমিন খাতুন বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ভতড়া শ্রী দুর্গা বিদ্যায়তন হাইস্কুলে সংস্কৃতের শিক্ষিকা হিসাবে যোগ দেন।

সরকারী আইনজীবি রথীন দে বলেন, নিয়োগ দূর্ণীতি মামলায় গ্রেফতার হওয়া স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিনকে সিআইডির তরফে সাত দিনের হেফাজত চাওয়া হলেও বিচারক আগামী পাঁচ দিনের জন্য তা মঞ্জুর করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments