সঙ্গীতা চ্যাটার্জীঃ- শ্রাবণ মাসে সকলকেই দেখবেন সবুজ রঙের চুরি পরেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, এই সবুজ চুড়ি কেন পড়া হয়? সবুজ রঙকে আসলে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলা হয়, কারণ সবুজ রঙ ছাড়া অনেক শুভ কাজ এবং ধর্মীয় রীতি অসম্পূর্ণ থেকে যায়। তাই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরাকে সৌভাগ্যের প্রতীক স্বরূপ মনে করা হয়। এছাড়াও মনে করা হয় দেবাদিদেব মহাদেবের প্রিয় রং সবুজ সেই কারণে তাকে প্রসন্ন করার জন্য মেয়েরা সবুজ রং পরেন। শ্রাবণ মাসে সবুজ রঙ ব্যবহার ও সবুজ চুড়ি পড়লে সৌভাগ্য বৃদ্ধি হয় বলেও মনে করা হয়।
এছাড়া সবুজ রঙ বুদ্ধির প্রতীক। স্বাস্থ্যের উপরও সবুজ রঙ খুব ভালো প্রভাব ফেলে। এ ছাড়া জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সবুজ রঙ বুধ গ্রহকে বুঝিয়ে থাকে, বুধ গ্রহটি কমিউনিকেশন ও ব্যবসায়ের সাথে যুক্ত। এই কারণে সবুজ রঙের পোশাক পরলে বুধ গ্রহের উন্নতি হয়। এছাড়া আমাদের সনাতন শাস্ত্রে সবুজ প্রকৃতিকে ঈশ্বরের আরেক রূপ বলা হয়, প্রকৃতি দেবী বলা হয় তার পুজো করা হয়, তাই বিবাহিত স্ত্রীরা স্বামীর মঙ্গল কামনা ও আয়ু বৃদ্ধির করবার জন্য ও সুখী বিবাহিত জীবনের জন্য মহাদেবের আশীর্বাদ প্রার্থনা করে সবুজ চুড়ি পরেন। এ ছাড়া মনে করা হয় যে সবুজ রঙের এই চুড়ি পড়লে দেবাদিদেব মহাদেবের পাশাপাশি মাতা পার্বতীও প্রসন্ন হন।