eaibanglai
Homeএই বাংলায়বিশ্বের শক্তিশালী পাসপোর্ট কোনটি, ভারত কত নম্বরে

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট কোনটি, ভারত কত নম্বরে

এই বাংলায় ওয়েব ডেস্কঃ– এবছর ২০২৪ সালে প্রকাশিত তালিকা অনুসারে ফের বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তকমা পেল সিঙ্গাপুর। পাসপোর্টের এই ক্রমতালিকা হেনলি পাসপোর্ট ইন্ডেক্স নামে পরিচিত। বিশ্বের ক’টি দেশে নির্দিষ্ট একটি রাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে প্রবেশাধিকার পাওয়া যায়, তার ভিত্তিতেই হেনলি পাসপোর্ট ইন্ডেক্স তৈরি হয়। ভিসা নীতিতে পরিবর্তন হলেই আপডেট করা হয় এই ইন্ডেক্স। সেই ভিত্তিতেই নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্বের মোট ১৯৫টি স্থানে ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্টধারীদের।

হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী সিঙ্গাপুরের পর দ্বিতীয় স্থানে রয়েছে পাঁচটি দেশ- ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন ও জাপান। এই দেশগুলির পাসপোর্টধারীরা ভিসা ছাড়া যেতে পারেন ১৯২টি দেশে । তিন নম্বরে রয়েছে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও সুইডেন। এই দেশগুলির পাসপোর্টে ভিসা ছাড়াই যাওয়া যায় ১৯১টি দেশে। আর এই তালিকাতে এবার ৮২ নম্বরে স্থানে রয়েছে ভারত। ভিসা ছাড়া ভারতীয় পাসপোর্টধারীরা যেতে পারেন ৫৮টি দেশে। গত বার ভারত ছিল ৮০ নম্বরে। তার আগের বার ছিল ৮৭ নম্বরে। পাকিস্তান তালিকায় রয়েছে ১০০ নম্বরে। পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়া ৩৩টি দেশে যাওয়া যায়। তালিকায় সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তান। ‘কাবুলিওয়ালার দেশে’র পাসপোর্টে ভিসা ছাড়া মাত্র ২৬টি দেশে যাওয়ারই অনুমতি রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments