নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শহরের অতি পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন আরাধনা ওয়েলফেয়ার সোসাইটির অষ্টম বর্ষ পূর্তি উপলক্ষে, সংস্থার পরিচালনায় দুর্গাপুরের তিলক ময়দানে শুরু হল স্বাস্থ্য শিক্ষা ও সংস্কৃতি মেলা।
শুক্রবার এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্গাপুরের মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জী, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন আরাধনা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা।
এই মেলায় বিভিন্ন স্কুল-কলেজের থেকে স্টল করা হয়েছে। এছাড়াও রয়েছে বইমেলা, স্বাস্থ্য মেলা। স্বাস্থ্য মেলায় রয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় মেলার অস্থায়ী সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের সংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
প্রসঙ্গত দিন দুই আগেই শেষ হয়েছে দুর্গাপুর উৎসব। সেই উৎসবের রেশ কাটতে না কাটতেই ফের শহরে উৎসবের আমেজ।