নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ভারীতয় সংবিধানের প্রধান স্থপতি হিসেবে পরিচিত ডঃ বি.আর আম্বেদকরকে সংসদে দাঁড়িয়ে অপমান করার অভিযোগ উঠেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দলগুলি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এর প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ।এবার সেই প্রতিবাদের রেশ পৌঁছল শহর দুর্গাপুরে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাইতে হবে এই দাবি তুলে শুক্রবার দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডে প্রতিবাদে নামে তৃণমূলের কর্মী সমর্থকরা। অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে চলে তুমুল বিক্ষোভ। নেতৃত্ব দেন ১ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি রাজিব ঘোষ ও ৯ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি জয়ন্ত রক্ষিত।
ব্লক সভাপতি রাজিব ঘোষ বলেন, “সংবিধানের রচয়িতা ডঃ বাবাসাহেব আম্বেদকরকে যেভাবে অপমান করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্যের প্রতিটি প্রান্তে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি চলছে। সেই রকমই ৯ নম্বর ওয়ার্ড জুড়েও আমরা প্রতিবাদে সামিল হয়েছি।”
স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত ক্ষমা না চাইলে ধারাবাহিকভাবে এই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তৃণমূল নেতৃত্ব।





