eaibanglai
Homeএই বাংলায়কুলটির যৌনপল্লীতে দালাল রাজ, প্রায় ৩ লক্ষ টাকা লুটের অভিযোগ

কুলটির যৌনপল্লীতে দালাল রাজ, প্রায় ৩ লক্ষ টাকা লুটের অভিযোগ

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলের কুলটির লছিপুর যৌনপল্লীতে দাদাল রাজের অভিযোগ নতুন নয়। এখানে গ্রাহকদেরকে হেনস্তা বা মারধর করে টাকা কেড়ে নেওয়ার ঘটনা বহুবার ঘটেছে । বুধবার রাতে আবারও দালাল দৌরাত্ম্যের একটি ঘটনা সামনে এল। অভিযোগ এদিন রাতে মালদহের ফারাক্কা থেকে আসা তিন গ্রাহককে মারধর করে প্রায় তিন লক্ষ টাকা লুট করে দালালেরা। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে।

জানা গেছে, বুধবার রাতে লছিপুর যৌনপল্লীতে ওই তিন গ্রাহক পৌঁছলে তাদের একটি ঘরে নিয়ে বসায় স্থানীয় দালালরা। পরে তাদের কাছ থেকে ২ লক্ষ ৯০ হাজার টাকা দাবি করা হয়। সেই টাকা না দিলে তাদের ছবি তুলে ব্ল্যাকমেল করার হুমকিও দেওয়া হয়। কিন্তু ওই তিন ব্যক্তি অত টাকা দিতে রাজি না হওয়ায় তাদের মারধর করে জামা কাপড় ছিনিয়ে নেওয়া হয়। এমনকি ইউপিআই, স্ক্র্যাচ মেশিন সহ বিভিন্নভাবে প্রায় ২ লাখ ৬৩ হাজার টাকা তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়। এরই মধ্যে সুযোগ বুঝে এক ব্যক্তি সেখান থেকে পালিয়ে জাতীয় সড়কে পৌঁছয় ও সেখানে উপস্থিত পুলিশকে পুরো বিষয়টি জানায়। এরপর নিয়ামতপুর ফাড়ির ইনচার্জ অখিল মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ৫ জন দালালকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে ২ লাখ ৭ হাজার টাকা উদ্ধার করে।

বৃহস্পতিবার ধৃতদেরকে আসানসোল আদালতে পেশ করা হলে ৩ জনকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশের এক আধিকারিক জানান, ধৃতদেরকে রিমান্ডে নিয়ে জেরা করে এই দালাল চক্রে আর কারা রয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments