eaibanglai
Homeএই বাংলায়কবি দও'র হোটেল নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ এডিডিএ'এর

কবি দও’র হোটেল নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ এডিডিএ’এর

মনোজ সিংহ, দুর্গাপুর: এবার সংস্থার খোদ চেয়ারম্যানের হোটেলের জবরদখলের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে নগরনিগমকে সুপারিশ করল এডিডিএ।

আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার চেয়ারম্যান হোটেল ব্যবসায়ী কবি দওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন এডিডিএ’র মুখ্য কার্য্যনির্বাহী আধিকারিক রাজু মিশ্র। গত ২৫ ফেব্রুয়ারীর ঐ চিঠিতে মিশ্র দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদকে পরামর্শ দিয়ে বলেছেন,”আইন মোতাবেক যা যা ব্যবস্থা গ্রহণকরার তার নিন।”ঐ চিঠিতে মিশ্র উল্লেখ করেছেন শহরের একটি হোটেলের বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগের কথা। উল্লেখ্য, সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের আইনজীবি কৌস্তভ দাস দুর্গাপুরের ব্যবসায়ী শান্তনু মিশ্রর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে একটি মামলা দায়ের করেছেন, যার শুনানি মঙ্গলবার। ঐ মোকদ্দমার বিষয়ে এডিডিএর চেয়ারম্যান কবি দও, তার বোন শিল্পী দও সহ এডিডিএকেও আইনজীবি কৌস্তভ দাস এ বিষয়ে গত ৭ মার্চ চিঠি দিয়ে সুচিত করেছেন।

মোকদ্দমাকারী দূর্গাপুরের ব্যবসায়ী শান্তনু মিশ্র সোমবার দুপুরে বলেন, “সরকারি সংস্থার পদে বসে, ক্ষমতার অপব্যবহার করে এই চেয়ারম্যান যা ইচ্ছে তাই করছেন। আরো দুর্ভাগ্যের যে তার এই লোলুপ সৈরাচারীতায় সাথ দিচ্ছেন শহরের কিছু রাজনৈতিক নেতা ও সরকারি প্রশাসন যন্ত্রের একাংশ। মুখ্যমন্ত্রী পদে বসিয়ে দিয়েছেন বলে একটা লোক যা খুশি তাই করবে, আর বাকিরা তালে তালে মাদল বাজাবে?” তার কথায়, সিটি সেন্টারে আর মামড়ায় রাস্তা চওড়া করার নামে অন্যের দোকান, ঘরের সামনে ভাঙচুর করা হলেও, কৌশল করে নিজের হোটেলটি উনি বেশ বাঁচিয়ে নিলেন? এসবের কোনো বিচার হবে না ?” শান্তনু মিশ্রর অভিযোগের পরিপ্রেক্ষিতে এদিন যোগাযোগ করা হলে,কবি দও বলেন, “আসানসোলে একটি জরুরী বৈঠক থাকার ফলে এ বিষয়ে কোন মন্তব্য করতে পারবনা এখনই, তবে কাল সকাল বেলায় তার দপ্তরে এলে তিনি এ বিষয়ে বিস্তারিত কথা বলবেন বলে জানান”। উল্লেখ্য, এদিনেই মামড়া বাজারের উচ্ছেদ সংক্রান্ত একটি মামলায় রায় দানের কথা হাইকোর্টের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments