নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর মহকুমা হাসপাতালে আত্মঘাতী হলেন এক রোগী। মৃত রোগী নাম নেপাল চন্দ্র দাস(৮৫)। তিনি ২৬ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনায় সরকারি হাসপাতালের নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। গাফিলতির কথা স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালে সূত্রে জানা গেছে গত সোমবার পেটে ব্যথা নিয়ে নেপাল চন্দ্র দাসকে ভর্তি করা হয়েছিল। তিনি সাধারণ পুরুষ বিভাগে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের দাবি, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি। এরই মধ্যে বুধবার সন্ধ্যায় হাসপাতাল থেকে খবর দেওয়া হয় নেপালবাবু হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়েছে। এরপরই পরিবারের লোকজন হাসপাতালে ছুটে যান এবং দেখেন নেপালবাবুর মৃত্যু হয়েছে।
রোগী মৃত্যুর কথা স্বীকার করে নিয়ে হাসপাতালের সুপার ডাক্তার ধীমান মণ্ডল জানান,হাসপাতালের ছাদের দরজা খোলা ছিল। সেই সময় কোনোভাবে ওই রোগী ছাদে উঠে যান ও ঝাঁপ দেন। তাকে বাঁচানোর চেষ্টা হয়েছিল কিন্তু তার মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অন্যদিকে সরকারি হাসপাতালে এভাবে রোগীর আত্মহত্যার ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। উদ্বেগ প্রকাশ করেছেন রোগীর পরিজনেরা। সিসি ক্যামেরা , বাউন্সার , নিরাপত্তারক্ষীরা থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
মৃতের বৌমা অপু দাস এদিন বলেন, “হাসপাতালের নিরাপত্তার গাফিলতির জন্য আমার শ্বশুরের মৃত্যু হয়েছে।” মৃতের পরিবারের তরফে নিউটাউনশিপ থানায় অভিযোগ জানিয়ে তদন্তের দাবি করা হয়েছে।





