সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে ঘটনার সাত দিন পর শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন নির্যাতিতা। প্রসঙ্গত গত শুক্রবার রাতে সহপাঠীর সঙ্গে কলেজ ক্য়াম্পাসের বাইরে বেড়িয়ে গণধর্ষণের শিকার হন দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তার পড়ুয়া ওই ছাত্রী। তারপর থেকে ওই মেডিক্য়াল কলেজেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
এদিন ওই বেসরকারি মেডিক্য়াল কলেজের তরফে নির্যাতিতার স্বাস্থ্য অবস্থা সম্পর্কে একটি বুলেটিন জারি করা হয়। সেই বুলেটিনে বলা হয়েছে যে মাল্টিস্পেশালিটি মেডিকেল বোর্ড অত্যন্ত যত্ন সহকারে ওই পড়ুয়ার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দেখভাল করেছে। বিশেষজ্ঞ ডাক্তারদের দলের দ্বারা গোটা বিষয়টি পর্যালোচনার পরে পড়ুয়ার বাবা-মায়ের সাথে যথাযথ আলোচনা করে তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ বা ছুটি দেওয়ার জন্য উপযুক্ত বলে মনে করা হয়েছে।
জানা গেছে আপাতত মেডিক্যাল কলেজের হস্টেলেই ফিরেছেন নির্যাতিতা ওই ছাত্রী। সঙ্গে রয়েছেন তার মা। নির্যাতিতার বাবা আগেই জানিয়েছেন তিনি মেয়েকে আর এখানে রাখবেন না। নিজের রাজ্য ওড়িশায় ফিরিয়ে নিয়ে যাবেন। তবে এদিন তিনি ওড়িশার মুখ্যমন্ত্রীর দেখা করতে গেছেন বলে জানা গেছে।





