নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ জেলার মধ্যে জয়পুর একটি উল্লেখযোগ্য নাম। শুশুনিয়া, মুকুটমণিপুর, রণডিহাড্যামের পর বিপুল পরিমান পর্যটক জয়পুরের সমুদ্র বাঁধে শীতকালে পিকনিক করতে আসেন। এবার সেই সমুদ্র বাঁধেই শুরু হল সিনেমার শ্যুটিং। লিলিপুট ফিল্ম সংস্থার পক্ষ থেকে এই সমুদ্র বাঁধে শুটিং হয়ে গেল ‘দিবানী’ ছবির একটি দৃশ্য। এই ছবির ডিরেক্টর সমীর পণ্ডিত এবং প্রধান উপদেষ্টা ও ব্যবস্থাপনায় আছেন লক্ষণ মণ্ডল । সংস্থা সু্ত্রে জানা যায়, এই ছবির মোট চরিত্র ২৪ জন। এদের মধ্যে উল্লেখযোগ্য হল, রাজু ঠাক্কার (মুম্বাই), সোমা চক্রবর্ত্তী, পার্থসারথি দে প্রমুখ। এই দিবানী ছবির নায়কের চরিত্রে অভিনয় করছেন রিধি এবং নায়িকার চরিত্রে অভিনয় করছেন সুহাসিনী । সিনেমার অভিনয় দেখতে জয়পুর ব্লকের মানুষ ভিড় জমান সমুদ্র বাঁধে । প্রথমবার সিনেমার শুটিং চাক্ষুস দেখতে পেয়ে দারুণ খুশি সকলেই।