নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ ৭০তম প্রজাতন্ত্র দিবস। স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসেবে প্রত্যেক ভারতবাসীর গর্বের দিন। ব্যতিক্রম নয় দুর্গাপুরও। সকাল থেকেই দুর্গাপুর শহরের বিভিন্ন জায়গায় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হল ৭০তম প্রজাতন্ত্র দিবস। সকালে দুর্গাপুরের গান্ধীমোড়ে প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন থেকে শুরু করে প্যারেড, কুচকাওয়াজের মধ্যে দিয়ে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। কিন্তু এইসমস্ত কিছুকেই শনিবার ছাপিয়ে গেল প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দুর্গাপুরের এক নামী স্কুলের প্রভাত ফেরী। শনিবার, দুর্গাপুর ইস্পাত হাসপাতাল সংলগ্ন সুরেন চন্দ্র মডার্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে স্কুলের সমস্ত পড়ুয়াদের একত্রিত করে এক সুদৃশ্য প্রভাত ফেরীর আয়োজন করা হয়। এই প্রভাত ফেরী স্কুলের গেট থেকে শুরু হয়ে স্টীল টাউনশিপের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। দুর্গাপুরের ইতিহাসে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এই ধরণের উদ্যোগ এই প্রথম। স্বভাবতই দুর্গাপুরের বুকে এক দৃষ্টান্ত স্থাপন করল স্কুলের এই কচিকাঁচারা। কারণ, এর আগেও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হোক কিংবা অন্য কোনও অনুষ্ঠানে প্রভাত ফেরীর আয়োজন হয়েছে। কিন্তু স্বাধীনতা দিবস হোক কিংবা প্রজাতন্ত্র দিবসে দেশের সংবিধানকে সম্মান জানিয়ে প্রভাত ফেরীর আয়োজন এর আগে দুর্গাপুরের বুকে দেখা যায় নি। সেই দিক থেকে বিচার করলে শনিবার ৭০ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দুর্গাপুরের সুরেন চন্দ্র মডার্ন স্কুলের এহেন উদ্যোগ একদিকে যেমন দৃষ্টান্ত স্থাপন করল তেমনি দুর্গাপুরের বুকে বিভিন্ন ক্লাব, সংস্থা সহ সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এভাবেও দেশের সংবিধানকে সম্মান জানানো যায়। স্কুল কর্তৃপক্ষের এহেন উদ্যোগে স্বভাবতই গর্বিত দুর্গাপুরবাসী।