সংবাদদাতা, কাঁকসাঃ-
তীব্র পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে কাঁকসার সারদা পল্লী এলাকায়। ওই এলাকায় রাস্তার নীচে পানীয় জলের পাইপ ফেটে যায় কয়েকদিন আগে। এর পরেই ওই এলাকায় জলের সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন তারা পি.এইচ. ই দফতরে সমস্যার কথা জানালে এখনো পর্যন্ত সেই সমস্যার কোনো সমাধান হয় নি। অন্যদিকে পানীয় জলের পাইপ ফেটে রাস্তায় জমেছে জল। স্থানীয়রা দিদিকে বোলো নম্বরে গোটা বিষয় জানালেই এখনো সেখান থেকেও সমস্যা মেটানোর জন্য কোনো সদুত্তর পাওয়া যায় নি বলে জানান তারা।