সংবাদদাতা, কাঁকসাঃ-
দীর্ঘ দিন ধোরে বেহাল পানাগড় সিলামপুর রোড। রাস্তা মেরামতের কাজ শুরু হলেও তেমন ভাবে কাজ কিছুই হয় নি বলে অভিযোগ। একদিকে রাস্তা খারাপ তার উপর ওই রাস্তা দিয়ে ভারী যান চলাচল করে। চলে বালি বোঝাই লরি। যার কারণে রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত দেখা দিয়েছে। আর সেই গর্তে লরির চাকা পড়তেই উলটে যায় প্রায়।

গত সপ্তাহে একটি বালি বোঝাই লরি উলটে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। অপর দিকে গতকাল রাতে একটি বালির লরি উলটে যায়। প্রায় লরি উলটে যাবার ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা লেগেই রয়েছে। তার উপর সারা রাত বালির লরি চলার ফলে সকাল থেকে ওই রাস্তা জলমগ্ন হয়ে হয়ে থাকে। তার উপর দিয়েই যাতায়াত করতে হয় এলাকার মানুষ কে।