নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- রাষ্ট্রায়ত্ত সংস্থা ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেডের বেসরকারিকরণের কেন্দ্রের উদ্যোগের বিরুদ্ধে সরব হল তৃণমূল শ্রমিক সংগঠন। বার্নপুর, বোকারো, ভিলাই, দুর্গাপুর সমেত দেশের নামী স্টিল প্লান্টগুলিতে রয়েছে ফোরো স্ক্র্যাপের ইউনিট। স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে এই সংস্থায় কাজ করেন কয়েক হাজার কর্মী। ইতিমধ্যেই টেন্ডার ডেকে পাঁচটি বেসরকারি সংস্থার হাতে এই লাভজনক সংস্থা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি তৃণমূলের। তৃণমূল নেতৃত্বের অভিযোগ একটি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা দুর্গাপুর ইস্পাত কারখানার ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেডের কেনার আগে ভেলুয়েশনের জন্য পরিদর্শনে এসেছেন। তারা যাতে দুর্গাপুর ইস্পাত কারখানায় ঢুকতে না পারে তার জন্য কাখানার গেটের সামনে এদিন সকাল থেকে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্য় তথা সেভ এফএসএনএল কমিটির সদস্যরা। এদিন বিকেল পর্যন্ত এই প্রদর্শন চলবে বলেও জানিয়ে দেন বিক্ষোভরত শ্রমিক কর্মচারীরা। তবে শুধু দুর্গাপুরেই নয় ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেডের বিলগ্নিকরণের প্রতিবাদে সারা দেশ জুড়েই চলছে আন্দোলন।