সংবাদদাতা, বাঁকুড়া:- মানসিকভাবে বিপর্যস্ত এক যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল সোনামুখী আরপিএফ । জানা গেছে সোনামুখী থানার অন্তর্গত সাহাপুর গ্রামের বাসিন্দা বছর চব্বিশের যুবক বলরাম বাগদি ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে সোনামুখী স্টেশনে চলে যায়। সেখানে মানসিকভাবে বিপর্যস্ত ওই যুবককে দিশেহারা হয়ে ঘুরাঘুরি করতে দেখে সন্দেহ হয় সোনামুখী আর পি এফ-এর । এরপরই আর পি এফ কর্মীরা ওই যুবকে জিজ্ঞাসাবাদ করে ও জানতে পারে সে বাড়ি থেকে ঝগড়া করে বেরিয়ে এসেছে। বিষয়টি বুঝতে পেরে যুবকে নিজের সঙ্গে করে নিয়ে যায় আর পি এফ কর্মীরা ও যুবকের বাবা রামদাস বাগদীকে খবর দেয়। অন্যদিকে খবর পেয়েই ছেলেকে নিয়ে যেতে স্টেশনে উপস্থিত হন রামদাস বাগদী ও নিজের ছেলেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। পাশাপাশি সোনামুখী আরপিএফ এর এই উদ্যোগের প্রশংসা করেন তিনি। তবে এটাই প্রথমবার নয় এর আগেও বহুবার এই ধরনের মানবিক মুখের পরিচয় দিয়েছে সোনামুখী আরপিএফ ।
