সংবাদদাতা,আসানসোলঃ– নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে এক যুবককে মেরে ফেলার অভিযোগ উঠল আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির লছিপুর লালবাতি এলাকায়।। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। ঘটনা মৃত যুবকের নাম আকবর আলি, বয়স ২২ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে এদিন লছিপুর লালবাতি এলাকা থেকে আগত অত্যন্ত দ্রুত গতিতে থাকা একটি ইনোভা গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় হোসেন নগরের বাসিন্দা আকবর আলিকে ধাক্কা মারে । ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে ওই যুবককে ধাক্কা মারার পর ওই বেপরোয়া গাড়িটি বেশ কয়েক জায়গায় কয়েকটি সাইকেল ও মোটরসাইকেলকে ধাক্কা মেরে পালিয়ে যায় বলে দাবি স্থানীয়দের। এলাকাবাসীর দাবি ওই গাড়ির চালক সহ গাড়ির যাত্রীরা সকলেই নেশাগ্রস্ত অবস্থায় ছিল।
এদিকে ওই যুবকের মৃত্যুর খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ক্ষতিপূরণের দাবিতে ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে অবরোধ। ঘটনাস্থলে ছুটে যায় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ও ট্রাফিক পুলিশ। দোষীদের গ্রেফতার ও মৃতের পরিবারের ক্ষতিপূরণের আশ্বাস পেয়ে অবশেষে অবরোধ তুলে নেন স্থানীয়রা।