নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- স্কুলের ১০০ গজের মধ্যে তামাকজাত দ্রব কেনা,বেচা ও সেব করা আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু বিষয়টি নিয়ে সচেতনতা না থাকায় প্রায়ই স্কুল চত্বরে তামাকদাত দ্রব্য বিক্রি হতে দেখা যায়। আর যার সরাসরি কুপ্রভাব পড়ে পড়ুয়াদের উপর। তাই জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকা ও নিউটাউনশিপ থানার পুলিশ যৌথভাবে স্কুল চত্বরে তামাকজাত দ্রব কেনা,বেচা রুখতে অভিনব উপায়ে সচেতনতা প্রচার করল। এদিন স্কুলের পড়ুয়ারা হাকে তামাক বিরোধী প্ল্যাকার্ড নিয়ে স্কুল চত্বরে মিছিল করে ও এলাকার যে সব দোকান গুলিতে তামাকজাত দ্রব বিক্রি হয় সেই দোকানদারদের গোলাপ ফুল দিয়ে তামাক পদার্থ বিক্রি বন্ধের আবেদন জানায়।
এদিন স্কুলের প্রধান শিক্ষক জয়নুল হক জানান পশ্চিম বর্ধমান জেলার সিএমওএইচের নির্দেশেই এই কর্মসূচি পালন করা হয়। পড়ুয়াদের আবেদনে স্কুল চত্বরে থাকা দোকানগুলি সাড়া দিয়েছে বলেও এদিন জানান তিনি। আগামী দিনে স্কুল চত্বরের বাইরে পুরো এলাকাটিকেই তামাকমুক্ত জোন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক।