নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– কৃষক আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এবার শ্রম বিধি বাতিলের দাবিতে সরব হল শ্রমিকরা। কেন্দ্রেয়ী সরকার শ্রম আইন সংস্কারের নামে শ্রমিকদের দীর্ঘ লড়াইয়ের দ্বারা অর্জিত অধিকার কেড়ে নিতে চাইছে। এমনই অভিযোগ তুলে শ্রম বিধি বাতিলের দাবিতে আন্দোলনের ডাক দিল হিন্দুস্থান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়ন (সিআইটিউ)-র নেতৃত্বে। এই লড়াইয়ের জন্য আগামী ৫ এপ্রিল ‘দিল্লি চলো’ কর্মসূচির ডাক দিয়েছে বাম শ্রমিক সংগঠনের নেতারা।
“কেন্দ্রীয় সরকারি শ্রমিক-কর্মচারীদের আন্দোলনের উপর মোদি সরকারের স্বৈরাচারী ফতোয়া মানছি না ” ও “যে কোনো শ্রমজীবী মানুষের ন্যায্য প্রাপ্যের লড়াইয়ে সমস্ত শ্রমিক এক হও।” এই দুটি দাবিতে এবং সমস্ত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের ডাক দিয়ে আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটের ভেতরে শ্লোগান শাউটিং সমেত জমায়েত অনুষ্ঠিত হয়।