সংবাদদাতা,বাঁকুড়া:- মাঠ থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার অগ্নিদ্বগ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার সিমলাপালে। জানা গছে শুক্রবার সকালে সিমলাপালের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের বীরসিংহপুর গ্রামের মাঠে ওই মহিলার অগ্নিদ্বগ্ধ দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ও মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের দাবি মৃতদেহের পাশে একটি দ্রাহ্যবস্তুর বোতলও পড়ে ছিল।
অন্যদিকে এই ঘটনায় রীতিমতো রহস্য দানা বেঁধেছে। এটি খুন নাকি আত্মহত্যা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।