eaibanglai
Homeএই বাংলায়কয়লাকাণ্ডে গ্রেফতার হওয়া দুই আধিকারিককে সিবিআই আদালতে পেশ

কয়লাকাণ্ডে গ্রেফতার হওয়া দুই আধিকারিককে সিবিআই আদালতে পেশ

সংবাদদাতা,আসানসোলঃ– বৃহস্পতিবার কয়লা পাচার মামলায় গ্রেফতার হওয়া ইসিএলের প্রাক্তন আধিকারিক সুনীলকুমার ঝা ও সিআইএসএফের প্রাক্তন ইন্সপেক্টর আনন্দকুমার সিংহকে শুক্রবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হলে চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। উল্লেখ্য গতকাল দুজনকেই কলকাতার নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছিল সিবিআই। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসিএলের প্রাক্তন ডিরেক্টর টেকনিক্যাল অপারেশন ও সিআইএসএফের প্রাক্তন ইন্সপেক্টর আনন্দকুমার সিংহকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝিকে টাকার বিনিময়ে কয়লা পাচারে সুবিধা করে দেওয়ার অভিযোগ রয়েছে। ২০২২ সালের চার্জশিটে এই দু’জনেরই নাম ছিল বলে প্রেস বিবৃতিতে জানিয়েছে সিবিআই।


এর আগে গরু পাচার মামলায় বিএসএফ কমান্ডার সতীশ কুমার গ্রেফতার হয়েছিলেন। বিএসএফের পর এবার কয়লা পাচার মামলায় নাম জড়ালো সিআইএসএফের। প্রসঙ্গত এই মামলায় আগেই ইসিএলের ৭ থেকে ৮ জন আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই। তবে কয়লা পাচার মামলায় এই প্রথম সিআইএসএফের কেউ গ্রেফতার হলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments