সংবাদদাতা,আসানসোলঃ– মঙ্গলবার গোরু পাচার মামলায় আসানসোল সিবিআই আদালতে হাজির হলেন গোরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফ। তবে এদিন বিচারক রাজেশ চক্রবর্তী অনুপস্থিত থাকায় সেকেন্ড অ্যাডিশনাল জেলা জজের এজলাশে এই মামলার শুনানি হয়। এদিন লতিফের আইনজীবী শেখর কুণ্ডু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশেই নিম্ন আদালতে লতিফ হাজিরা দিচ্ছেন তাই তার বিরুদ্ধে কোনো কঠিন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছেনা। একই সাথে তার জামিনের আবেদন গ্রাহ্য হয়। তবে বিষয়টি যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং ওই মামলার সম্ভাব্য শুনানির দিন জুলাইয়ের প্রথম সপ্তাহে তাই সুপ্রিম কোর্টের রায়ের ওপর ভিত্তি করেই নিম্ন আদালত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। সেই কারণে নিম্ন আদালত লতিফের হাজিরার দিন পরবর্তী ৫ জুলাই ধার্য করে।