নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রতি বছরের মতো এবছরও উৎসাহ উদ্দীপনার সঙ্গে শিল্প শহর দুর্গাপুরে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী শহীদ আশিস-জব্বর মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট। হিন্দুস্থান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়ন(সিআইটিইউ) ডিএসপি ও এএসপি শাখার পরিচালনায় প্রতি বছর ৮ জুলাই প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে এই টুর্নামেন্টর উদ্বোধন হয়। তবে এইবার এই দিন রাজ্যে পঞ্চায়েত নির্বাচন থাকায় মূল পর্বের খেলা শুরু হবে আগামী ১৪ জুলাই থেকে। তবে এদিন একটি মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচ দিয়ে ট্যুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। পাশাপাশি অন্যান্যবার ৮টি দল এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিলেও একাধিক বড় বড় ক্লাবের আবেদনের ভিত্তিতে এইবার ১২টি দলের খেলার ব্যবস্থা করেছেন উদ্যোক্তারা। প্রতিবারের মতো এবারও ইস্পাতনগরীর এ-জোনের রাণা প্রতাপ রোডের লাল ময়দানে আয়োজন করা হয়েছে এই ফুটবল ট্যুর্নামেন্টের এবং ৬ আগষ্ট শহীদ দিবসে আয়োজন করা হয়েছে চূড়ান্ত পর্যায়ের খেলা।
প্রসঙ্গত, ১৯৬৬ সালের ৫ অগষ্ট হিন্দুস্থান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়নের ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে নিরাপত্তাকর্মী ও পুলিশের নৃশংস আক্রমণে অন্য অনেকের সাথে গুরুতর আহত হন কমরেড আবদুল জব্বর এবং মধ্য রাত্রে অর্থাৎ ৬ অগষ্ট তাঁর মৃত্যু হয়। আবার ওই দিন সকালে এ-জোনের স্থানীয় জি সেক্টর মার্কেটে পুলিশের গুলিতে নিহত হন ইউনিয়নের অন্যতম সহ সম্পাদক কমরেড আশিস দাশগুপ্ত। সেই মার্কেটই আজ ‘আশিস মার্কেট’ নামে পরিচিত। ওই ঘটনার পর থেকেই প্রতিবছর ৬ অগষ্ট দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে হিন্দুস্থান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়ন।
প্রতি বছর শিল্প শহরের এই স্মৃতিবিজড়িত শহীদ আশিস-জব্বর ফুটবল প্রতিযোগিতা শহরের অসংখ্য ক্রীড়াপ্রেমী মানুষ উপভোগ করেন।