মনিষা ধোঁক,বর্ধমানঃ- এতদিন স্বেচ্ছাসেবী সংস্থা ‘উৎসর্গ রিলিফ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে অপরের জন্মদিন, উপনয়ন, বিবাহ বার্ষিকী সহ বিভিন্ন উৎসব উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। যখনই ব্লাড ব্যাংকগুলিতে রক্ত সঙ্কট দেখা দিয়েছে ঠিক তখনই সংকট মেটাতে এগিয়ে এসেছে সংশ্লিষ্ট সংস্থাটি। কিন্তু এবার ঘটে গেল এক অভিনব ঘটনা।
গত ১৯ শে জুলাই ছিল সংশ্লিষ্ট সংস্থার প্রাণপুরুষ দিব্যেন্দু দাসের জন্মদিন। এই বিশেষ দিনটি স্মরণীয় করে তোলার জন্য সংস্থার সদস্যরা একটি রক্তদান শিবিরের আয়োজন করে। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক শাখার সহযোগিতায় হাসপাতাল চত্বরে আয়োজিত এই শিবির থেকে মোট ৩৫ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। এদের মধ্যে ৭ জন ছিলেন মহিলা। শিবিরে দিব্যেন্দু স্বয়ং রক্তদান করেন। সংগৃহীত রক্ত হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য হাসপাতালের পক্ষ থেকে শিবিরে উপস্থিত ছিলেন ডা: দিলীপ ঘোষ (MOIC)। সংস্থার পক্ষ থেকে ছিলেন তরুন, দেবকুমার, মধুসূদন, দিব্যেন্দু সহ অন্যান্য সদস্যরা।