eaibanglai
Homeএই বাংলায়সাইকেলে উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শিব ভক্তদের

সাইকেলে উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শিব ভক্তদের

সংবাদদাতা,বাঁকুড়াঃ– শুরু হয়ে গিয়েছে শ্রাবণ মাস। আর এই মাসকে বলা হয় দেবাদিদেব মহাদেব শিবের মাস। এই মাস জুড়ে নিরামিষ খেয়ে বা হবিষ্যি খেয়ে ব্রত পালন করে শিবের মাথায় জল ঢালেন শিব ভক্তরা। দূরদারান্ত থেকে গঙ্গা বা কোন পুণ্য ক্ষেত্র থেকে জল নিয়ে শিবের মাথায় তা অর্পণ করার জন্য যাত্রা করেন পুণ্যার্থীরা।

প্রতিবার এই শ্রবণ মাসে বাঁকুড়ার ‘ইন্দারাগোড়া বোল বোম কমিটি’র পক্ষ থেকে জল নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের শিব মন্দিরের উদ্দেশ্য যাত্রা করেন শিব ভক্তরা। এবার মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলেন ভক্তরা। তবে এবারের যাত্রা একটু অন্যরকম। ধর্মীয় আবেগের পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তাও বহন করবেন এই শিব ভক্তরা। তাই শুক্রবার সকালে শহরের ‘ইন্দারাগোড়া বোল বোম’ কমিটির ৪০ জন সদস্য সাইকেলে মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলেন।

ইন্দারাগোড়া বোল বোম কমিটির তরফে জানানো হয়, শুধু ধর্মীয় আবেগ নয়, পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়াও তাদের বিশেষ উদ্দেশ্য। এবার ২২ তম বর্ষে ‘জল বাঁচান, পরিবেশ রক্ষা করুন, গাছ লাগান’ বার্তাকে সামনে রেখেই এই কর্মসূচী নেওয়া হয়েছে। এবার শুশুনিয়ার পাহাড়ী ঝর্ণা থেকে জল নিয়ে মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরের যাত্রা পথে তারা পরিবেশ সচেতনতার বার্তাই ছড়িয়ে দেবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments