নিজস্ব সংবাদদাতা, আসানসোলঃ– রাজ্য জুড়ে জেলায় জেলায় তথ্য ও সংস্কৃতি বিভাগের লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে লোকশিল্পীদের নিয়ে জেলা ভিত্তিক সম্মেলন। অন্যান্য জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমানের বার্নপুরে অনুষ্ঠিত হল লোকশিল্পীদের নিয়ে বিশেষ সম্মেলন। শনিবার শহরের সম্প্রীতি ভবেন আয়োজন করা হয়েছিল এই বিশেষ কর্মসূচির। যেখানে জেলার প্রায় ৫০০ জন লোকশিল্পী অংশগ্রহন করেছিলেন।
এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলাশাসক এস পন্নামবলাম। পাশাপাশি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, এডিডিএ’র চেয়ারম্য়ান তাপস ব্যানার্জী, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক আজিজুর রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
এদিনের অনুষ্ঠানে জেলার লোকশিল্পীরা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের নিয়ে গান বেঁধে তা পরিবেশন করেন। লোকশিল্পিদের পরিবেশিত নাচ, গান ও আলোচনা এদিনের সম্মেলনকে সমৃদ্ধ ও উপভোগ্য করে তুলেছিল।