eaibanglai
Homeএই বাংলায়১৫ ই এপ্রিল আসছে 'আদিগড়', ছাতনার ছেলের সাহসী পদক্ষেপ!

১৫ ই এপ্রিল আসছে ‘আদিগড়’, ছাতনার ছেলের সাহসী পদক্ষেপ!

সঙ্গীতা চৌধুরীঃ- ১৫ ই এপ্রিল পয়লা বৈশাখে একটি নতুন ছবি মুক্তি পাচ্ছে। ছবির নাম ‘আদিগড়’। এই ছবিতে যারাই কাজ করছেন তারা প্রত্যেকেই নতুন। ছাতনা গ্রামের কিছু ছেলে মিলে প্রথম একটি ছবি বানিয়ে সেটি ইউটিউবে রিলিজ করার মত একটি সাহসী পদক্ষেপ নিয়েছে, যা ছাতনাবাসীর জন্য অত্যন্ত গর্বের। এই গল্পটি হলো একটি ভূতের গল্প। চারটি বন্ধু এক জায়গায় বেড়াতে যাচ্ছে এবং সেখানে নানান রকম ভৌতিক কার্যকলাপ হচ্ছে। সেই ভৌতিক আবহ থেকে মুক্ত হওয়ার জন্য সেই চার বন্ধু কী কী করছে তাই হলো গল্পের উপজীব্য।

উল্লেখ্য, এই ছবিটি বানাতে ৮ মাস সময় লেগেছে। ছবিটি পরিচালনা করেছেন শুভম চ্যাটার্জী ও অয়ন। ছবির প্রোডিউসার অয়ন বলেন, “আমরা আপনাদের ঘরের ছেলে, অনেক কষ্ট করে ৩০ জনের টিম মিলে এই ছবিটি তৈরি করেছি, যদিও ছবিতে ১৬-১৭ জন অভিনয় করেছেন তবে আমাদের মোট ৩০ জনের টিম। প্রত্যেকেই দীর্ঘ বেশ কয়েক মাস ধরে অত্যন্ত পরিশ্রম করেছেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা আবার‌ও এরকম কাজ করার সাহস পাবো।”

উল্লেখ্য , বিষ্ণুপুর ও বাঁকুড়ার একাধিক জায়গা নিয়ে এই ছবির শুটিং হয়েছে। ‘EMNI CHELE’ -ইউটিউব চ্যানেলে আগামী ১৫ ই এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের দিন মুক্তি পাচ্ছে ছবিটি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments