সোমনাথ মুখার্জি, অন্ডাল- সোমবার অন্ডালের লকগেট এলাকায় পশ্চিম বর্ধমান জেলার ৩৪ টি মণ্ডলের সভাপতি ও মহাসচিবরা আগামী ২রা ফেব্রুয়ারি দুর্গাপুরে মোদীর সভা নিয়ে একটা কর্মী সভার আয়োজন করেন। এই সভায় দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় দলীয় কর্মসূচি কি হবে সেই সব বিষয়ে আলোচনা হয় সভায়। এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষন ঘরুই, রাহুল সিনহা বিজেপির কেন্দ্র কমিটির সেক্রেটারি ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় প্রমুখ। এই সভায় মন্ত্রী বাবুল সুপ্রিয় বিগ্রেড নিয়ে জানান যে বিগ্রেডে রাজনৈতিক সভা অবশ্যই হবে। তিনি জানান প্রধান মন্ত্রী তিনটি তারিখ দিয়েছেন তার মধ্যে একটা তারিখে বিগ্রেড সভা হবে। কবে হবে সেটা দল অবশ্যই আগেই জানিয়ে দেবে । মন্ত্রী জানান যে প্রধান মন্ত্রী মোদী জির নির্দেশে জায়গায় জায়গায় বিজেপির সভা হবে এই ভাবেই মানুষের কাছে পৌঁছান যাবে এবং দুর্গাপুরে সভা নিয়ে বাবুল জানান সংখ্যায় যাবেন না অসংখ্য মানুষের সমাগম হবে দুর্গাপুরে মোদীজির সভায়। কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি রাহুল সিনহা দুর্গাপুরের মোদী জির সভা নিয়ে বলেন দুর্গাপুরের সভা গনতন্ত্র বাঁচাও সভা।