সংবাদদাতা,আসানসোলঃ- ফের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দিল আসানসোলের আদালত। জামিনের আবেদন খারিজ করে তাঁকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ২৫ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।
এবারও অনুব্রত মণ্ডলকে প্রভাবশালী বলে দাবি করে জামিনের বিরোধীতা করে সিবিআই। আর তার জন্য এবার হাতিয়ার করা হয় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের ‘বাঘ’ মন্তব্যকে। সিবিআইয়ের আইনজীবী মন্ত্রীর মন্তব্য উল্লেখ করে বলেন, “অনুব্রত মণ্ডল এতটাই প্রভাবশালী যে , রাজ্যের মন্ত্রী পর্যন্ত তাঁকে বাঘ হিসেবে অভিহিত করছেন ।” প্রসঙ্গত, সম্প্রতি বীরভূমে গিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম অনুব্রত মণ্ডলকে বাঘের সঙ্গে তুলনা করেন বলেন, ” বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো। সারাজীবন রাখতে পারবে না।”
অন্যদিকে অনুব্রত মণ্ডলের আইনজীবী যে কোনও শর্তে তাঁর মক্কেলেরে জামিনের আবেদন করেন। প্রয়োজনে তিনি বীরভূম জেলায় প্রবেশ করবেন না বলেও দাবি করেন। যদিও দুই পক্ষের সওয়াল জবাব শুনে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক।