eaibanglai
Homeউত্তর বাংলাবোল্লা কালী মায়ের পুজোয় অদ্ভুত মানত!দেখুন মায়ের পুজোর সাজ!

বোল্লা কালী মায়ের পুজোয় অদ্ভুত মানত!দেখুন মায়ের পুজোর সাজ!

সঙ্গীতা চৌধুরী,বালুরঘাটঃ– গতকাল শুক্রবার ছিল বালুরঘাটের বোল্লা কালী মায়ের পুজো। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই পুজো উপলক্ষে দ্বিতীয় বৃহত্তম মেলা বসে‌ প্রতি বছর। এই বছর‌ও তার ব্যতিক্রম হয় নি। মা বোল্লা কালীর এই পুজো উপলক্ষে উত্তরের দ্বিতীয় বৃহত্তম এই মেলা দেখতে বহুদূরান্ত থেকে ভক্তরা আসেন, যে কারণে বালুরঘাট থেকে শুরু করে গঙ্গারামপুরে সমস্ত হোটেল ফুল হয়ে যায়। উল্লেখ্য,গত শুক্রবার থেকে এই মেলা শুরু হলেও এই মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত।

গতকাল সারা রাত ধরে মায়ের এই পুজো হয়। বোল্লাকালী মায়ের পুজো কিন্তু কোনো তিথি নক্ষত্র ধরে হয় না, রাস পূর্ণিমার পরের শুক্রবার এই পুজো হয়। অন্যান্য পুজোর চাইতে এখানকার মানতের ধরণ‌ও অদ্ভুত। এখানে মায়ের কাছে কালী মানত করা হয়। অর্থাৎ বোল্লা কালী মায়ের সামনে ছোট ছোট মা কালী এনে পুজো করার মানত করা হয়। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুজো কমিটির সদস্যরা প্রায় কয়েক কিলো সোনার গয়না দিয়ে মাকে সাজিয়ে তোলেন আর প্রায় ৬০০০ এর ও বেশি পাঁঠা বলি দেওয়া হয় মায়ের এই পুজা উপলক্ষে। এইবছর সেই বলির সংখ্যা বেড়ে হয়েছে প্রায় দশ হাজার।

কয়েক কিলো সোনার গয়নার সাজে মা বোল্লা কালী

এখানে পাঁঠা বলির পাশাপাশি ভক্তরা দেবীকে কয়েকশো কুইন্টাল চিনির খাজা, কদমা ও বাতাসার পুজা দেন। এমনকি মাকে পায়রাও উৎসর্গ করেন ভক্তরা। ভক্তদের মানত করা কয়েক হাজার ছোট কালী মূর্তিও বোল্লা কালীর সঙ্গে গত কাল রাতেই পূজিত হয়। এই পুজোর বিশেষ আকর্ষণ হিসেবে ভক্তদের চাহিদার কথা মাথায় রেখে এখানে পুজোর দিন দুই কিলো ওজনের কদমা পাওয়া, যার দাম প্রায় ৩৫০-৪০০ টাকা। প্রাচীন ঐতিহ্য মেনে এখানে প্রতিবছর পুজোর রাতে প্রথমে মহীষ বলি দিয়ে মায়ের পুজো শুরু হয় তারপর ৬০০০’র‌ও বেশি পাঁঠা বলি হয় আর সাথে সাথে চাল কুমড়োর‌ও বলি হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments