সংবাদদাতা,আসানসোলঃ– অবৈধ কয়লা পাচার গরু পাচার নিয়ে যখন রাজ্য জুড়ে চলছে তোলপাড়, তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা,তখনই ফের অবৈধ কয়লা পাচারের ঘটনা সামনে এল। এবার সিমেন্টের জাল চালনের আড়ালে কয়লা পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা। যদিওয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশের তৎপরতায় ভেস্তে যায় পাচার।
পুলিশ সূত্রে জানা গেছে ঝাড়খণ্ড থেকে অবৈধ কয়লা বোঝাই ত্রিপল ঢাকা অবস্থায় একটি ট্রাক পশ্চিমবাংলা ঝাড়খণ্ড সীমান্তের ডুবরডিহি চেকপোষ্ট দিয়ে রাজ্যে ঢোকে। সিমেন্টের নকল চালান দেখিয়ে ট্রাকটি ডুবরডিহি চেকপোষ্ট থেকে সহজেই বেরিয়ে যায়। অন্যদিকে কয়লা পাচারের খবর পেয়ে ট্রাকটিকে অনুসরণ করতে শুরু করে পুলিশ। পথে দামাগোড়িয়া রেল ব্রিজ সংলগ্ন এক লাইন হোটেলে ট্রাক দাঁড় করিয়ে চালক ও খালাসি খাবার খেতে যায় । সেই সময় চৌরাঙ্গি ফাড়ির পুলিশ গোপনে অভিযান চালিয়ে ট্রাকে ত্রিপল খুলে দেখে যে সিমেন্ট নয় বরং কয়লা বোঝাই রয়েছে গাড়িতে। অন্যদিকে বিষয়টি ঠাহর করতে পেরে এলাকা ছেড়ে চম্পট দেয় ট্রাকের চালক। যদিও ট্রাকের খালাসিকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।
পলাতক চালকের খোঁজে তল্লাশী চালালেও তার হদিশ মেলেনি। মঙ্গলবার ধৃত খালাসিকে আসানসোল আদালতে পেশ করে তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। এই অবৈধ কারবারে কারা কারা জড়িত তা নিয়ে ইতিমধ্যেই আধিকারিক শীতল নাগের নেতৃত্বে তদন্ত শুরু করেছে চৌরঙ্গি ফাড়ির পুলিশ। প্রসঙ্গত এর আগেও অভিযান চালিয়ে অবৈধ কয়লা বোঝায় দুটি ট্রাক আটক করেছে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ।
তবে এই প্রথমবার নয়। অবৈধ কয়লা পাচার নিয়ে কেন্দ্রীয় সংস্থার তদন্ত ও প্রশাসনিক তৎপরতা সত্ত্বেও বারে বারে কয়লা পাচারের ঘটনা সামনে এসেছে। কখনো খাবারের গাড়িতে, কখনো চারচাকা গাড়িতে, কখনো যাত্রীবাহী বাসে, কখনো আবার নকল চালান বানিয়ে পাচারের নতুন নতুন পন্থা অবলম্বন করছে পাচারকারীরা। এই ঘটনাগুলি সামনে চলে আসায় একটা বিষয় স্পষ্ট যে তদন্ত তৎপরতা সত্ত্বেও রাজ্যে কয়লার অবৈধ পাচার চলছেই।