eaibanglai
Homeএই বাংলায়দিলীপ ঘোষ ক্ষমা না চাইলে তার বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি কুড়মি সমাজের

দিলীপ ঘোষ ক্ষমা না চাইলে তার বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি কুড়মি সমাজের

সংবাদদাতা,বাঁকুড়া- কুড়মি সমাজের আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। প্রতিবাদে বাঁকুড়ার রানিবাঁধে ধিক্কার কর্মসূচি পালন করেন কুড়মিরা। পোড়ানো হয় দিলীপ ঘোষের কুশপুতুল। ২৪ ঘণ্টার মধ্যে নিজের মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে আগামী বুধবার ৫০ হাজার কুড়মি সম্প্রদায়ের মানুষ বিজেপি নেতার বাড়ি ঘেরাও করবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত গত রবিবার ঝাড়গ্রামের শিলদায় দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। কুড়মিদের জন্য তিনি কী করেছেন। এই প্রশ্নের মুখে পড়ে দিলীপ দাবি করেন খেমাশুলিতে কুমড়িদের আন্দোলনের সময় তিনি কুড়মি নেতাদের নানা ভাবে সাহায্য করেছিলেন। কিন্তু দিলীপ ঘোষের দাবি উড়িয়ে দেয় কুড়মি নেতারা। এরপরই হুমকির সুরে দিলীপ বলেন, ‘‘ওরা বেশি বাড়াবাড়ি করলে সব কটা নেতার কাপড় খুলে দেব। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে।’’ এই মন্তব্যের পরই ক্ষোভ ছড়িয়ে পড়ে কুড়মি সমাজের মধ্যে। সোমবার রানিবাঁধে দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে তার কুশপুত্তলিকা দাহ করে চানকু মাহাত শহীদ দিবস উদযাপন কমিটি। এদিন বীর স্বাধীনতা সংগ্রামী চানকু মাহাতকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য শহীদ দিবস পালন করে চানকু মাহাত শহীদ দিবস উদযাপন কমিটি। পাশাপাশি ওই অনুষ্ঠানে দিলীপ ঘোষের মন্ত্যবের প্রতিবাদও করা হয় ও ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments