সংবাদদাতা,আসানসোলঃ- গতকালই গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলাকাত হাইকোর্ট। এরপর আজ ফের তাকে আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। আগামী ১৯ তারিখ তাকে আবার সিবিআই আদালতে পেশ করা হবে। পাশাপাশি সিবিআই-কে সংশোধনাগারে গিয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদও করার অনুমতিও দেন তিনি। সিবিআইয়ের তরফে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছিল। তারই ভিত্তিতে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সংশোধনাগারে গিয়ে সিবিআই আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন বিচারক। তবে এদিন আদালতে অনুব্রত মণ্ডলের তরফে জামিনের কোনো আবেদন করা হয়নি বলে জানা গেছে।
প্রসঙ্গত গরু পাচারকাণ্ডে ১৪৬ দিন ধরে আসানসোল বিশেষ সংশোধনাগারে রয়েছে অনুব্রত মণ্ডল। গত ১০ আগষ্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই।