সংবাদদাতা,আসানসোল-দুর্গাপুরঃ– রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৯টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন। তার মধ্যে অন্যতম পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। আগামী বুধবার থেকে নিয়মিত চলবে ট্রেনটি। যাত্রাপথে ট্রেনটি পশ্চিম বর্ধমানের আসানসোল ও দুর্গাপুর, এই দুটি স্টেশনে থামবে। তবে এদিন উদ্বোধনের দিন পাটনা থেকে হাওড়া গামী ট্রেনটি আসানসোল, রানিগঞ্জ, অন্ডাল, দুর্গাপুর ও পানাগড়ে থামে। দ্রুত গতির আধুনিক মানের এই ট্রেনকে দেখতে স্টেশনে স্টেশনে ভিড় জমায় সাধারণ মানুষ।
এদিন সন্ধ্যায় দুর্গাপুর স্টেশনেও ভিড় উপচে পড়েছিল। উপস্থিত ছিলেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। তিনি জানান বন্দে ভারত যাতে দুর্গাপুর স্টেশনে থামে তার জন্য দুর্গাপুর সহ বাঁকুড়া, বীরভূমের বাসিন্দারা তাঁকে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে তিনি উদ্যোগ গ্রহন করেন এবং প্রধানমন্ত্রী ও রেল মন্ত্রীকে বিশেষ অনুরোধ জানিয়ে বন্দে ভারতের দুর্গাপুরে স্টপেজ দেওয়ার ব্যবস্থা করেন। অন্যদিকে দুর্গাপুর স্টেশনে এদিন ভিড় সামাল দিতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমব্যাট ফোর্সকে নামাতে হয়।
দুর্গাপুরের পাশাপাশি আসানসোল স্টেশনেও এদিন একই ছবি ধরা পড়ে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দেখতে স্টেশনে ভিড় জামায় সাধারণ উৎসাহী মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল ও বিজেপি নেতা কর্মীরা। এদিন সন্ধ্যা ৬:৩০ নাগাদ আসানসোল স্টেশনে পৌঁছয় ট্রেনটি এবং ৬:৪০ নাগাদ হাওড়ার উদ্দেশ্য যাত্রা করে।