সংবাদদাতা,আসানসোলঃ- টানা প্রায় ৩০ ঘণ্টা তল্লাশি চালিয়ে অবশেষে আসানসোলের পরিত্যক্ত কুয়ো থেকে নাবালিকার দেহ উদ্ধার করল জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা।
প্রসঙ্গত শনিবার সন্ধ্যায় আসানসোল উত্তর থানার অন্তর্গত কাল্লা চাষাপাড়া এলাকায় কোলিয়ারির একটি পরিত্যক্ত কুয়োয় ঝাঁপ দেয় স্থানীয় এক নাবালিকা। স্থানীয় সূত্রে জানা যায় ওই দিনই তার প্রেমিক ও স্কুলের বন্ধু আত্মহত্যা করে। প্রেমিকের মৃত্যুর খবর সহ্য করতে না পেরে বাড়ি কাছেই ওই পরিত্যক্ত কুয়োয় ঝাঁপ দেয় নাবালিকা। খবর পেয়ে পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত তারা বিফল হয়। এরপর জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে ডাকা হয়। রবিবার উদ্ধার কাজ শুরু করে এনডিআরএফ টিম। তারা অক্সিজেন সিলিন্ডার সহ নানা সরঞ্জাম নিয়ে পরিত্যক্ত ওই কুয়োয় নেমে তল্লাশি চালায়। অবশেষে সোমবার সকালে নাবালিকার দেহ উদ্ধার হয়।
