সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– মঙ্গলবার আসানসোল জেলা হাসপাতালে পালিত হল “জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস বা ন্যাশানাল ক্যান্সার এ্যাওয়ারনেস ডে”। হাসপাতালের সুপার স্পেশালিটি ভবনের কনফারেন্স হলে আয়োজন করা হয়েছিল একটি সচেতনতা শিবিরের। যেখানে ক্যান্সার আক্রান্ত ও তাদের পরিবারের সদস্যদের সচেতন করা হয়। বিশেষ এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস, জেলা হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক বা অনকোলজিস্ট ডাঃ অমিত মুখোপাধ্যায়, মানসিক রোগ বিশেষজ্ঞ বা সায়ক্রিয়াটিস্ট ডাঃ সৌরভ চট্টোপাধ্যায়, ইএনটি বা নাক-কান-গলা স্পেশালিষ্ট ডাঃ সৈকত কুমার বসু ও জেলা হাসপাতালের তিন সহকারী সুপার সৃজিত মিত্র, ভাস্কর হাজরা ও দেবদীপ মুখোপাধ্যায়। এছাড়ও এদিনের শিবিরে পশ্চিম বর্ধমান জেলার মানসিক স্বাস্থ্য প্রোগ্রাম টিম বা ডিস্ট্রিক্ট মেন্টাল হেল্থ প্রোগ্রাম টিমের ( ডিএমএইচপি) সদস্যরাও উপস্থিত ছিলেন।
এই প্রসঙ্গে সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস ও ডাঃ অমিত মুখোপাধ্যায় বলেন, “রোগ কারোর হতেই পারে। কিন্তু তার তো নিরাময় হয় বা সেরে যায়। তারজন্য মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস নেওয়ার দরকার নেই। এটা কাটানোর জন্যই জেলা স্বাস্থ্য দপ্তরের টিম এসেছিলো। তারাও কথা বলেছেন। আমরা গোটা বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি ও ক্যান্সার আক্রান্তদের নানা সমস্যার কথা শুনেছি।”
প্রসঙ্গতঃ, আসানসোল জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে ক্যান্সার রোগের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে স্তন ও জরায়ু ক্যানসারের অপারেশনও হয়।