eaibanglai
Homeএই বাংলায়বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক উত্তেজনা

বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক উত্তেজনা

সংবাদদাতা,বাঁকুড়াঃ– বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার নিধিরামপুর গ্রামে বিজেপি নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো বুধবার সাতসকালে। মৃতদেহের হাত দুটি দেহের সাথে গামছা দিয়ে বাঁধা অবস্থায় থাকায় ওই বিজেপি নেতাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন স্থানীয়দের একাংশ। এবং পরিকায়া সম্পর্কের জেরেই এই খুন বলে দাবি তাদের।

স্থানীয় সূত্রে জানা যায় শুভদীপ মিশ্র ওরফে দীপু নামে ওই যুবক এলাকায় বিজেপি নেতা হিসাবে পরিচিত ছিলেন। গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে প্রার্থীও হয়েছিলেন তিনি । পরিবারের দাবি দিন সাতেক আগে হঠাৎই বাড়ি ছেড়ে অন্যত্র থাকতে শুরু করেন শুভদীপ । গতকালই তিনি বাড়িতে ফিরেছিলেন। আর আজ সকালে বাড়ির অদূরে গ্রামের প্রাথমিক বিদ্যালয় চত্বরে একটি গাছে গলায় দড়ির ফাঁস লাগানো ও ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে দোষীদের গ্রেফতারের দাবীতে পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। মৃতদেহ উদ্ধারেও বাধা দেওয়া হয়। এমনকি পুলিশের গাড়িতেও হামলা চালায় স্থানীয়রা। এলাকাবাসী ও মৃতের পরিবারের দাবী স্থানীয় এক গৃবধূর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল ওই বিজেপি নেতার। মহিলার পরিবারের তরফে তাকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল। অভিযোগ ওই গৃহবধূর পরিবারের লোকজনই শুভদীপকে খুন করিয়েছে।

অন্যদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরী। তাঁর দাবী এর পিছনে রাজনৈতিক কারণও থাকতে পারে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব রাজনৈতিক যোগের অভিযোগ উড়িয়ে দেয়। গঙ্গাজলঘাটির তৃণমূল ব্লক সভাপতি নিমাই মাজি দাবি করেন ঘটনা নিছকই আত্মহত্যার।

পরকিয়ার জেরে এই ঘটনা নাকি এর পিছনে রয়েছে কোনো রাজনৈতিক কারণ তা খতিয়ে দেখছে গঙ্গাজলঘাটি থানার পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments