eaibanglai
Homeএই বাংলায়মহা সমারোহে পালিত হল আদিবাসী সমাজের কর্মা উৎসব

মহা সমারোহে পালিত হল আদিবাসী সমাজের কর্মা উৎসব

সংবাদদাতা, আসানসোলঃ- শনিবার বারাবনি ব্লকের পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের বাঁশপাহাড়ি রায়পাড়া ফুটবল ময়দানে মহা সমারোহে পালিত হলো ঘাটওয়াল আদিবাসী সমাজের কর্মা উৎসব। এইবার ছিল এই উৎসবের চতুর্থতম বর্ষ। প্রসঙ্গত এই কর্মা উৎসব একটি গাছের পুজো। যাঁকে সাত দিন ধরে পুজো করেন আদিবাসী সমাজের মহিলারা। পরিবারের সকলের দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় এই পুজো করা হয়ে থাকে। রীতিনীতি মেনে পূজা অর্চনার পাশাপাশি তাঁদের নিজস্ব নাচ গান ও খাওয়া দাওয়ায় মেতে ওঠেন আদিবাসী সমাজের মানুষজন।

এদিন এই কর্মা উৎসবে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। এর পর আদিবাসী সমাজের মহিলারা তাদের রীতিনাতি অনুসারে মেয়রের মা ধুয়ে তাঁকে পুষ্পস্তবক ও ব্যাচ পরিয়ে সংবর্ধনা জানান। মেয়রের পাশাপাশি এদিনের উৎসবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার ঘাটওয়াল সমাজের জেলা সভাপতি সহদেব রায়, বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ সহ তৃণমূল নেতা আশিস মণ্ডল, পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহ, ঘটোয়াল সমাজের সম্পাদক শিবু রায়, কোষাধ্যক্ষ শংকর রায়, দিলীপ রায়,সুবল রায়, নিরঞ্জন রায়,লক্ষ্মী রায়,ধ্রুব সিং,শঙ্কু রায় সহ আরো অনেকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments