eaibanglai
Homeএই বাংলায়২৭ এপ্রিল আসানসোলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা

২৭ এপ্রিল আসানসোলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা

সংবাদদাতা, আসানসোল:- চতুর্থ দফায় আগামী ১৩ মে আসানসোল লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে। এই কেন্দ্রে তৃনমুল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিদায়ী সাংসদ শত্রুঘ্ন সিনহা। দলের প্রার্থীর সমর্থনে আগামী ২৭ এপ্রিল পশ্চিম বর্ধমান জেলায় আসছেন তৃনমুল কংগ্রেসের সুপ্রিম তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তার আসানসোলের জিটি রোডের ঊষাগ্রাম বয়েজ হাইস্কুলের মাঠ জনসভা হবে। বৃহস্পতিবার সকালে সেই মাঠ পরিদর্শনে আসেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী,আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র তথা আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও আসানসোল দূর্গাপুর পুলিশের আধিকারিকরা।

মলয় ঘটক এদিন পুলিশ আধিকারিকদের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে কথা বলেন। কটা গেট হবে, কোথায় পার্কিং জোন বা গাড়ি রাখার জায়গা হবে, স্টেজ কোথায় হবে, কোন গেট দিয়ে ভিভিআইপিরা ঢুকবেন, এইসব নিয়ে এদিন একটা আলোচনা হয়। মলয় ঘটক জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি লোকসভায় দুটি করে জনসভা করবেন। তারমধ্যে পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান রয়েছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া ও বাঁকুড়ায় একটি করে জনসভা করেছেন।

অন্যদিকে, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আসানসোলের দলের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে আগামী ২৭ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। আসানসোলে উষাগ্রাম বয়েজ হাইস্কুল মাঠে তার জনসভা হবে। সেই কারণে মন্ত্রী মলয় ঘটক পুলিশ আধিকারিকদের নিয়ে এই মাঠ পরিদর্শন করেন। তিনি আরো বলেন, জনসভায় যত বেশি সংখ্যায় মানুষদের আনা যায়, তার চেষ্টা করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments