সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো এক যাত্রীর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব রেলের বার্নপুর স্টেশনের কাছে। তবে মৃত ওই পুরুষ যাত্রীর নাম পরিচয় জানা যায় নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর।
দুর্ঘটনাটি ঘটে সোমবার সকালে। জানা গেছে এদিন সকালে অঙ্গাত পরিচয় ওই ব্যক্তি কোনো ট্রেনে ভ্রমণ করছিলেন। সেই সময় বার্নপুর স্টেশনের কাছে কোনভাবে চলন্ত ট্রেন থেকে পড়ে যান তিনি। খবর পেয়ে বার্নপুর স্টেশনের আরপিএফের জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত অবস্থায় তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে । পরে বিকেলের দিকে ওই ব্যক্তির মৃত্যু হয়।
মঙ্গলবার যাত্রীর মৃতদেহর ময়নাতদন্ত করা হয় আসানসোল জেলা হাসপাতালে।







 
 
		 
                                    
