eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে শুটআউট কাণ্ডে গ্রেফতার ৪

আসানসোলে শুটআউট কাণ্ডে গ্রেফতার ৪

সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোলে প্রকাশ্যে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার ২৪ ঘন্টার মধ‍্যে চারজনকে গ্রেপ্তার করল আসানসোল উত্তর থানার পুলিশ। ধৃতদের নাম অভিষেক মুখার্জি ওরফে পাপাই,টিংকু কুমার প্রসাদ, পঙ্কজ কুমার সিং এবং কুলদীপ কুমার ওরফে কাল্লু। ধৃতরা প্রত‍্যেকেই আসানসোলের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে গুলি চালানো সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মঙ্গলবার ধৃতদের আসানসোল আদালতে পেশ করে পুলিশ। আদালত ধৃতদের দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

যাকে লক্ষ্য করে গুলি করেছিল দুষ্কৃতীরা সেই ব্যবসায়ী দিনেশ গড়াই এদিন দাবি করেন ধৃতরা সকলেই স্থানীয় কয়লা মাফিয়া হিসেবে পরিচিত জয়দেব মণ্ডলের বেসরকারি দেহরক্ষী। তাই মূল আসামীকে গ্রেফতারের দাবি জানান তিনি।

প্রসঙ্গত সোমবার দুপুর একটা নাগাদ আসানসোল উত্তর থানার বাবা চন্দ্রচূড় মন্দির এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় স্থানীয় ব্যবসায়ী দিনেশ গড়াইকে লক্ষ্য করে গুলি করে কয়েক জন দুষ্কৃতী। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্যে প্রাণে বেঁচে যান ব্যবসায়ী। তবে একটি গুলি তার গাড়িতে লাগে।

ওই ব্যবসায়ী জানান, তিনি চন্দ্রচূড় মোড়ের কাছে একটি হোটেলে গাড়ি নিয়ে খাবার কিনতে গিয়েছিলেন। তার সঙ্গে এক সঙ্গীও ছিলেন। খাবার নিয়ে তিনি গাড়িতে উঠে পড়েন এবং বাড়ির দিকে রওনা দেন। সেই সময় আচমকা বাইকে করে কয়েকজন দুষ্কৃতী সামনে থেকে তার গাড়ি থামানোর চেষ্টা করে। তিনি গাড়ি না থামানোও তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা কমপক্ষে তিন-চার রাউন্ড গুলি চালায় বলে দাবি ব্যবসায়ীর।

যে হোটেলের সামনে এই গুলি চালানোর ঘটনা ঘটে, সেখানকার সিসিটিভি ক্যামেরায় দুষ্কৃতীদের ছবি ধরা পড়ে। পুলিশ সেই ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে ও সাফল্য পায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments