সংবাদদাতা,আসানসোলঃ– টেট দুর্নীতি, গরু-কয়লা পাচার কাণ্ড নিয়ে বর্তমানে রাজ্যের শাসক দল যখন কিছুটা ব্যাকফুটে তখন পশ্চিম বর্ধমানে উঠে এল তৃণমূলের শ্রমিক সংগঠন অনুমোদিত কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ছবি।
মঙ্গলবার সকাল থেকেই রানীগঞ্জের পাঞ্জাবি মোড় পুলিশ ফাঁড়ি এলাকার ইসিএল-এর সাতগ্রাম এরিয়া অন্তর্গত পিওর সিয়ারসোল কোলিয়ারির সামনে রীতিমতো ধর্না মঞ্চ বেঁধে তৃণমূল শ্রমিক সংগঠনের বিভিন্ন ব্যানার পোস্টার নিয়ে বিক্ষোভ প্রদর্শন ও অনশন শুরু করেন শ্রমিকদের একাংশ। এ বিষয়ে আন্দোলনের নেতৃত্ব দেওয়া স্থানীয় তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা উপেন্দ্র যাদব জানান, খনি কর্তৃপক্ষ অন্যায়ভাবে শ্রমিকদের বদলি করছে, একের পর এক শ্রমিক বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। তারই প্রতিবাদে সরব হয়েছেন তাঁরা। কর্তৃপক্ষ যতক্ষণ না তাদের সিদ্ধান্ত বদল করছে ততক্ষণ তাদের বিক্ষোভ ও অনশন চলবে বলেও জানান তিনি।
অন্যদিকে বিষয়টি নিয়ে প্রকাশ্যেই রীতিমতো বিরক্তি প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত কয়লা খাদান শ্রমিক কংগ্রেস (কেকেএসসি)-এর সাতগ্রাম এরিয়ার সাধারণ সম্পাদক তারকেশ্বর সিং। তিনি দাবি করেন ওই অনশন দলের কোনও অনুমতি ছাড়া সম্পূর্ণ অবৈধভাবে করা হচ্ছে। দলের তরফ থেকে আন্দোলন করার কোনও রকম অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তিনি কেকেএসসির সাধারণ সম্পাদক হরেরাম সিংয়ের সঙ্গে কথা বলেছেন। তাঁর সঙ্গে বৈঠক করে শ্রীঘ্রই দলের কোনও অনুমতি ছাড়া এই অন্দোলন নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
অন্যদিকে খনি কর্তৃপক্ষও এই শ্রমিক আন্দোলনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। কলিয়ারির এক আধিকারিকের দাবি, কর্তৃপক্ষকে কোনও কিছু না জানিয়ে কোনওরকম নোটিশ ছাড়াই শ্রমিকরা এই আন্দোন করছে, যা অবৈধ। এর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এখন প্রকাশ্যে চলে আসা শ্রমিক সংগঠনের এই দ্বন্দ্ব শাসক দলের স্থানীয় নেতৃত্ব কিভাবে সামাল দেয় সেটাই দেখার।