eaibanglai
Homeএই বাংলায়একই রাতে শহরের তিনটি কালী মন্দির থেকে গয়না চুরি

একই রাতে শহরের তিনটি কালী মন্দির থেকে গয়না চুরি

সংবাদদাতা,বাঁকুড়াঃ- কালীপুজোকে কেন্দ্র করে গোটা সোনামুখী পৌরশহর মেতে উঠেছে। এখনও রেশ কাটেনি উৎসবের। অন্যান্য জায়গার মতোই ভাইফোঁটা পর্যন্ত চলে কালী পুজো ও দীপাবলির উৎসব। আর এই উৎসবের আমেজের মধ্যেই একই রাতে শহরের তিনটি কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। মঙ্গলবার রাতে পৌরশহরের তিনটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় খোয়া গিয়েছে প্রায় ১৫ লক্ষ টাকার গয়না ।

সোনামুখী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের চামুণ্ডা কালীতলা এলাকায় চ্যাটার্জি পরিবারের চামুণ্ডা কালী মন্দিরে চুরির ঘটনায় আনুমানিক ১২ লক্ষ টাকার গয়না খোয়া গিয়েছে । পাশাপাশি ১৪ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ায় চৌধুরী পরিবারের কালী মন্দির থেকে আনুমানিক দেড় লক্ষ টাকার গয়না খোয়া গিয়েছে । প্রসঙ্গত চৌধুরী পরিবারের পুজো প্রায় ৫০০ বছরের প্রচীন। অন্যদিকে ৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণবাজার এলাকায় বারোয়ারি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে। সেখানেও আনুমানিক দেড় লক্ষ টাকার গয়না খোয়া গিয়েছে বলে জানা গেছে ।

বুধবার সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি ঘটনাস্থল পরিদর্শন করেন । তিনি জানান , প্রশাসন অত্যন্ত সতর্ক রয়েছে এবং ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছেন । তবে এর পেছনে কোনও বড়সড় চক্র কাজ করছে বলে অনুমান তাঁর। অন্যদিকে একই রাতে শহরের তিন জায়গায় পরপর চুরির ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments