eaibanglai
Homeএই বাংলায়তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদকের দল ছাড়া নিয়ে জল্পনা

তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদকের দল ছাড়া নিয়ে জল্পনা

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা আসানসোলের তৃণমূল নেতা ভি শিবদাসন দাসুর দল ছাড়ার জল্পনার মধ্যেই সাংবাদিক বৈঠক করে সমস্ত জল্পনায় জল ঢাললেন নেতা। প্রসঙ্গত সম্প্রতি একটি সংবাদপত্রে প্রকাশিত খবরে দাবি করা হয় তৃণমূলের রাজ্য সম্পাদকের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। ওই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয় তুমুল জল্পনা। অবশেষে সোমবার আসানসোলের জিটি রোডের বড় বাজার সংলগ্ন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে দলবদলের সম্ভাবনার কথা কার্যত উড়িয়ে দেন তৃণমলের এই বরিষ্ঠ নেতা।

এদিন বৈঠকে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৩৭ বছর ধরে রাজনীতি করছি। তৃণমূল কংগ্রেস তৈরী হওয়ার প্রথম দিন থেকেই তার সঙ্গে জড়িয়ে আছি। বিজেপির কোন নেতৃত্বের সঙ্গে আমার কোন যোগাযোগ নেই। ওদের দলের কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। তবে কি করে ও কিসের জন্য একটি সংবাদপত্র আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করছি, এই রকম একটা সংবাদ পেলো ও ছাপলো , তা বুঝতে পারছি না।” তিনি আরও বলেন, “তৃণমূল কংগ্রেসই আমাকে এই পজিশন ও সম্মান দিয়েছে। সেই দল ও তার সুপ্রিমকে ছেড়ে চলে যাবো? এটা কি কোন দিনও হয়? এর পেছনে হয়তো দলের কোন লবি কাজ করে থাকতে পারে। আমি সবসময় দলের ভালো করেছি ও দলের সংগঠন আরো মজবুত করার চেষ্টা করি। আর সোজা কথা বলে থাকি। হতে পারে তার জন্য কারোর গাত্রদাহ হচ্ছে।”

তবে দলবদলের এই জল্পনাকে মিথ্যে অপপ্রচার বলে উড়িয়ে দিলেও তিনি বিষয়টি নিয়ে দলের জেলা নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বের সঙ্গে কোনো কথা বলেননি বলেও এদিন জানান আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডের দলের কনভেনার ভি শিবদাসন দাসু।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments