সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- চিত্তরঞ্জনে ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টে জয়ী হল এস এন জি স্পোর্টিং ক্লাব চুঁচুড়া। চিত্তরঞ্জনের শ্রীলতা ময়দানে আয়োজিত হয়েছিল এই ফুটবল টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচে ব্যারাকপুর স্পোর্টস ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে এস এন জি স্পোর্টিং ক্লাব। চুঁচুড়ার হয়ে গোলগুলি করেন সুমন মন্ডল অবিনাশ মুরমু এবং রবি দাস। খেলা শেষে চ্যাম্পিয়ন চুঁচুড়া দলকে অশোক কুমার মিত্র স্মৃতি ট্রফি এবং নগদ টাকা দিয়ে পুরস্কৃত করা হয়।
এদিন ফাইনাল ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার এবং ইস্টবেঙ্গল দলে ২০০৫ থেকে ২০১৬ পর্যন্ত খেলে যাওয়া প্রাক্তন ফুটবলার সৌমিক দে, আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ স্বামী সোমাত্মানন্দজী, রেড এফএম ৯৩.৫-এর রেডিও জকি সোনিয়া এবং রেড এফএম-এর রাজীব। সকলকে ফ্যানস ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়
অন্য়দিকে ফ্যানস ক্লাবের পক্ষ থেকে এদিন দুটি হুইল চেয়ার দিয়ে সহযোগিতা করা হয় নেতাজি কলোনির কল্পনা পাল এবং কল্যাণগ্রামের স্বরূপ নারায়ণ দেবকে।
এদিনের খেলা দেখতে মাঠে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো যা ফুটবলের সোনালী অতীতকে যেন ফিরিয়ে এনেছিল।


















