সংবাদদাতা,আসানসোলঃ- বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে পুকুরে তলিয়ে গেল যুবক। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে জামুড়িয়া থানা অন্তর্গত চাঁদা এলাকায়।
জানা গেছে, জামুড়িয়ার এক বেসরকারি কারখানায় কর্মরত ওই যুবক চাঁদা এলাকায় বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়েছিল। সেখানে বিকেলে বন্ধুর সঙ্গে বাড়ির পাশে পুকুরে স্নান করতে যায়। যুবকের বন্ধুর দাবি স্নান করতে নেমে হঠাৎ তলিয়ে যায় ওই যুবক। স্থানীয়রা ছুটে য়ায় যুবককে বাঁচাতে। এমনকি তড়িঘড়ি পুকুরে জালও ফেলা হয়। যদিও যুবককে উদ্ধার করা যায়নি। অবশেষে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ও ডুবুরি নামিয়ে উদ্ধার কাজ শুরু করে। এরপরই উদ্ধার হয় যুবকের মৃতদেহ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতাল। পাশাপাশি পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।





